কমছে স্বর্ণের দাম

বাজেট, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 13:01:17

২০১৯-২০ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে আমদানি করা স্বর্ণের ওপর শুল্ক হ্রাস করা হয়েছে। বর্তমানে এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের ওপর তিন হাজার টাকা শুল্ক প্রদান করতে হয়।

প্রস্তাবিত বাজেটে আমদানি করা স্বর্ণের ওপর শুল্কের হার দুই হাজার টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

এর ফলে এখন থেকে ক্রেতারা আরও কম দামে স্বর্ণ কিনতে পারবেন। এর আগে বৃহস্পতিবার (১৩ জুন) সংসদ অধিবেশনে বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রস্তাবিত এ বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার থেকে বেড়েছে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ। প্রস্তাবিত নতুন বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা তিন লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা।

এ সম্পর্কিত আরও খবর