পররাষ্ট্রে বরাদ্দ ১৬২১ কোটি টাকা

বাজেট, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 12:04:11

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১৬২১ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে বিদেশে বাংলাদেশ মিশনের ব্যয় কমানোর ওপর জোর দেওয়া হয়েছে।

২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিলো ১৪০২ কোটি টাকা।

নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত ১৬২১ কোটি টাকার মধ্যে ১২১ কোটি টাকা ব্যয় হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং ১৪৯৯ কোটি টাকা নন ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী রোহিঙ্গাদের প্রসঙ্গে বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে সরকার কাজ করছে। তাদের মানবতাবাদী অঙ্গীকার হিসেবে বাংলাদেশে আশ্রয় দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর