স্থানীয় সরকার বিভাগে বরাদ্দ বেড়েছে ৫ হাজার কোটি টাকা

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 22:30:01

২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার বিভাগকে ৩৪ হাজার ২৪৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা গত অর্থ বছরের বাজেটের তুলনায় পাঁচ হাজার ৯৪ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনে এ বরাদ্দ প্রস্তাব করা হয়।

বাজেট বক্তৃতায় বলা হয়, 'নতুন অর্থবছর প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন চলমান কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পগুলোকে চলমান রাখতে ৩৪ হাজার ২৪৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা গত অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ৫ হাজার ৯৪ কোটি টাকা বেশি।'

২০১৮-১৯ এর প্রস্তাবিত ও সংশোধিত বাজেটের তথ্য অনুযায়ী জানা গেছে, ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার বিভাগকে বরাদ্দ দেওয়া হয়েছিল ২৯ হাজার ১৪৯ কোটি টাকা। আর সংশোধিত বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছিল ৩০ হাজার ৬৯৫ কোটি টাকা।

নতুন অর্থবছর ২০১৯-২০২০ প্রস্তাবিত বাজেটের বিস্তারিত তথ্যে দেখা গেছে, প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার বিভাগে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে চট্টগ্রাম ওয়াসার প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং রাজস্ব আয় বহির্ভূত পানি কমানোর উদ্যোগ এগিয়ে নেওয়ার কারিগরি সহায়তা প্রকল্পে এক লাখ টাকা, বাংলাদেশ পারস্পরিক শিখন প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্পে ১১ কোটি ৪০ লাখ টাকা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো উন্নয়নসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রস্তাবিত এ বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার থেকে বেড়েছে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ। প্রস্তাবিত নতুন বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা তিন লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা।

এ সম্পর্কিত আরও খবর