১০০ টাকা মোবাইল রিচার্জে সরকার নেবে ২৭ টাকা

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 19:07:47

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল গ্রাহকের কথা বলার ওপর কর হার বাড়ছে। বর্তমানে পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে কোন গ্রাহক যদি ১০০ টাকা রিচার্জ করেন তা থেকে প্রায় ২৭ টাকা কর বাবদ নেবে সরকার। বর্তমানে ২২ টাকা করে নেয় সরকার।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনে বক্তব্যে এ প্রস্তাব পেশ করা হয়।

বাজেট বক্তৃতায় বলা হয়, 'বর্তমানে মোবাইল সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট), পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক এবং তার সঙ্গে এক শতাংশ সারচার্জসহ মোট করের পরিমাণ প্রায় ২২ শতাংশ। প্রস্তাবিত বাজেটে বিদ্যমান করের সঙ্গে ‘বাড়তি’ পাঁচ শতাংশ যোগ হচ্ছে। বাড়তি কর হার পাশ হলে মোবাইল সেবায় মোট কর হার দাঁড়াবে প্রায় ২৭ শতাংশ। ফলে গ্রাহকের কথা বলার খরচ আরও বেড়ে যাবে।'

প্রস্তাবিত এ বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার থেকে বেড়েছে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ। প্রস্তাবিত নতুন বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা তিন লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা।

এ সম্পর্কিত আরও খবর