নারী উন্নয়নে ব্যয় মূল বাজেটের প্রায় ৩১ শতাংশ

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-13 03:42:17

নতুন অর্থবছর ২০১৯-২০ এর প্রস্তাবিত মূল বাজেটে নারী উন্নয়নের জন্য ৩০ দশমিক ৮২ শতাংশ টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা জিডিপি’র ৫ দশমিক ৫৬ শতাংশ। প্রস্তাবিত এই বাজেট ৪৩ মন্ত্রণালয় ও বিভাগের অধীনে এই অর্থগুলো খরচ হবে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনে এ বরাদ্দ প্রস্তাব করা হয়।

বাজেট বক্তৃতায় বলা হয়, নতুন অর্থবছর ২০১৯-২০ এর প্রস্তাবিত বাজেটে নারী উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬১ হাজার ২৪৭ কোটি টাকা। যা গত অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ২৩ হাজার ৫০৫ কোটি টাকা বেশি।

২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নারী উন্নয়নের জন্য বরাদ্দ ছিল ১ লাখ ৩৭ হাজার ৭৪২ টাকা। যা মূল বাজেটের ২৯ দশমিক ৫ শতাংশ আর জিডিপি’র হার হিসাবে ৫ দশমিক ৪৩ শতাংশ ছিল।

এবারের নারী উন্নয়নে এ যাবতকালের সব থেকে বড় বাজেট বলেও বলা হয়েছে।

উল্লেখ্য, প্রস্তাবিত এ বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার থেকে বেড়েছে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ। প্রস্তাবিত নতুন বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা।

এ সম্পর্কিত আরও খবর