ডিএনসিসির লাইটিং-সিসিটিভি খাতে বরাদ্দ ৫০ কোটি টাকা

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 08:57:54

নতুন অর্থবছর ২০১৯-২০ এর প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার বিভাগের অধীনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলইডি সড়ক বাতি ও সিসিটিভি ক্যামেরা খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনে এ বরাদ্দ প্রস্তাব করা হয়।

বাজেট বক্তৃতায় বলা হয়, নতুন অর্থবছর ২০১৯-২০ এর প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন চলমান কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পগুলোকে চলমান রাখতে ৩৪ হাজার ২৪৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা গত অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ৫ হাজার ৯৪ কোটি টাকা বেশি।

আরও বলা হয়, ডিএনসিসি এলাকায় এলইডি সড়ক বাতি, সিসিটিভি ক্যামেরা এবং সিসিটিভি কন্ট্রোল সেন্টার সরবরাহ ও স্থাপন প্রকল্পের আওতায় ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রস্তাবিত এ বাজেট জাতীয় সংসদে পাশ হলে এই টাকা দিয়ে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, প্রস্তাবিত এ বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার থেকে বেড়েছে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ। প্রস্তাবিত নতুন বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা।

এ সম্পর্কিত আরও খবর