কমতে পারে যেসব পণ্যের দাম

বাজেট, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 07:19:12

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পাউরুটি, বনরুটি, ক্যানসার প্রতিরোধক ওষুধ উৎপাদনে ব্যবহৃত কাঁচামালসহ বেশকিছু পণ্যে কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

এছাড়া হাতে তৈরি কেক প্রতি কেজি ১৫০ টাকা পর্যন্ত মূসক (মূল্য সংযোজন কর) অব্যাহতি দেওয়া হয়েছে। কমানো হয়েছে অগ্নিনির্বাপণে ব্যবহৃত উপকরণের শুল্ক।

কৃষি যন্ত্রপাতি— পাওয়ার রিপার, পাওয়ার টিলার অপারেটেড সিডার, কম্বাইন্ড হারভেস্টার, লো লিফ্ট পাম্প লোরোটারি টিলার স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: দাম বাড়তে পারে যেসব পণ্যের

নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসার শো-রুম, হাইটেক পার্ক বিনিয়োগ ও বিদ্যুৎ বিতরণকারী সেবার ওপর মূসক অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

দেশীয় শিল্পকে উৎসাহ দেওয়ার জন্য দেশে উৎপাদিত মোটরসাইকেল, ভারী প্রকৌশল শিল্প, অটোমোবাইল, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও মোবাইল শিল্পের মূসক ও সম্পূরক শুল্ক অব্যাহতি বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর