বাজেটকে ‘বাতাসের ভেতর আশ্বাসের বাণী’ হিসেবে দেখছে সিপিডি

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 22:17:21

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘বাতাসের ভেতরের আশ্বাসের বাণী’ হিসেবে দেখছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শুক্রবার (১৪ জুন) রাজধানীর একটি হোটেলে বাজেট পর্যালোচনায় সংস্থাটির ডিস্টিংগুইশড ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ মন্তব্য বলেন।

তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেটে গৎ বাঁধা কিছু ভালো কথা আছে, কিন্তু, কোনো কর্মসূচি নেই। কর্মসূচি থাকলেও তা শেষ হবে কবে, তা নিয়ে কোনো সময়সীমা দেওয়া হয়নি। বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা করলে বাতাসের ভেতরে আশ্বাসের বাণী পাওয়া যায়।’

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ দুর্বল অবস্থানে রয়েছে এবং সেবাখাত ভিত্তিক অর্থনীতি কোনো সুখবর নয়; দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভরশীল রয়ে গেছে। যোগাযোগ, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা ও বিজ্ঞানপ্রযুক্তিতে ৭০ শতাংশ টাকা দেওয়ায় একটি ভারসাম্যহীন পরিস্থিতি সৃষ্টি করেছে।’

বিজ্ঞ এই অর্থনীতিবিদ বলেন, যে আয় করে খায় বিশেষ করে কর্মজীবী; তাদেরকে কোনো সুবিধা দেওয়া হয়নি, সুবিধা দেওয়া হয়েছে বিত্তবানদের। অঘোষিত আয় এবং বেআইনি আয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে হবে।

‘জনগণের প্রত্যাশা ও উচ্চাশার কথা বাজেটে উল্লেখ করা হলেও সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে সুনির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়নি। দেশের ব্যাংকিং খাতে ক্যানসার ছড়িয়ে পড়ছে, কিন্তু সেই পরিস্থিতি মোকাবিলা করার বিষয়ে কোনো দিকনির্দেশনা নেই। ব্যাংকিং কমিশনের কথা প্রস্তাবিত বাজেটে বলা হলেও তা কখন, কোথায়, কীভাবে গঠন করা হবে. সে বিষয়েও কিছু বলা হয়নি।’

আরও পড়ুন: ১০ বছরে শিক্ষা-স্বাস্থ্য খাতে বাজেট বাস্তবায়ন কমেছে

আরও পড়ুন: সুবিধাভোগীদের পক্ষে গেছে বাজেট: সিপিডি

এ সম্পর্কিত আরও খবর