‘প্রস্তা‌বিত বাজেট ইতিবাচক, কিন্তু পোশাকখাত অপ‌রিপক্ক’

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 14:17:51

২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ইতিবাচক হিসেবে দেখছে দেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে পোশাক খাতকে অপরিপক্ক মন্তব্য করে এ খাতে অতিরিক্ত ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (১৬ জুন) রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রস্তাবিত বাজেটে পোশাক খাতের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে সংবাদ সম্মেলন করে বিজিএমইএ।

এ সময় বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক বলেন, ‘দেশের পোশাকশিল্প এখনো অপরিপক্ক। প্রণোদনা বাড়ানো না হলে পোশাকখাত বাঁচবে না। পোশখাতে কমপক্ষে ৩ শতাংশ প্রণোদনা দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের কাছে সবসময় আমাদের দাবি নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে এগিয়ে আসতে হবে। গত দশবছরে বাংলাদেশে নতুন উদ্যোক্তা তৈরির স্বপ্ন দেখানোর সময় এসেছে। আমরা ঘরে ঘরে উদ্যোক্তা দেখতে চাই। দেশের পোশাকশিল্প যেন বিশ্ববাজারে মাথা তুলে দাঁড়াতে পারে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সহ-সভাপতি ফয়সাল সামাদ, সহ-সভাপতি এস. এম মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) এম. এ রহিম, মো. মশিউল আজম (সজল)।

এ সম্পর্কিত আরও খবর