রোজায় পণ্যের দাম স্বাভাবিক থাকায় ব্যবসায়ীদের ধন্যবাদ বাণিজ্যমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 23:35:13

রমজানে বাজারে ভোগ্য পণ্যের দাম স্বাভাবিক থাকায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় তাদের সঙ্গে বর্তমান বাজার পরিস্থিতি নিয়েও সার্বিক আলোচনা করেন মন্ত্রী।

মঙ্গলবার (১৮ জুন) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে এক সভায় তিনি ধন্যবাদ জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, এবার তো রোজার মাস ভালই গেছে। সাধারণ মানুষের সমস্যা হয়নি। কেবিনেট মিটিংয়েও উনি বলেছেন, রোজার মাসে বাজার ভাল ছিল। ভোগ্য পণ্যের দামও সহনীয় পর্যায়ে ছিল। প্রধানমন্ত্রীও এভাবেই জানেন। আমি এটা আপনাদের জানালাম।

তিনি বলেন, আমি আপনাদের ডেকেছি, সবাই এসেছেন। বড় ব্যবসায়ীদের সঙ্গে আমার কথা হয়েছে। আপনারাও আপনাদের সমস্যা জানিয়েছেন, আমিও আপনাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করেছি। রমজান মাস পবিত্র মাস, এ মাসকে আপনারা সিনসিয়ারলি এবং রিলিজিয়াসলি নিয়েছেন। এটা ভাল। ইটস ভেরি গুড।’

টিপু মুনশি বলেন, জাতীয় বাজেটের ভ্যাটসহ বেশকিছু বিষয় ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত। বিষয়টি নিয়ে আমি আলাপ করব। আর কতগুলো পণ্য আছে যেগুলো আমাদের হাতে নেই, সেগুলো বাই রোটেশন ই্ন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে যুক্ত। তারপরেও আপনারা চেষ্টা করবেন যাতে পর্যাপ্ত সাপ্লাই থাকে। মানুষের যাতে কষ্ট না হয়।

মন্ত্রী বলেন, আমি তিনমাস পরপর বসে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। কোথায় কোথায় সমস্যা হচ্ছে এবং কী কী ধরনের সমস্যা আপনারা ফেইস করছেন সেটা আমরা দেখব। সেসব বিষয়ে আপনাদের সঙ্গে থেকেই সমাধানের চেষ্টা করব।

আমরা কাজ করতে চাই, সাধারণ মানুষের কষ্টটা যাতে কম হয়। মানুষ যাতে ভাল থাকে। এক্ষেত্রে ব্যবসায়ী ভাইদের আগে এগিয়ে আসতে হবে-যোগ করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিনই টেলিভিশনে একটা কথা বলছেন, তিনি ভেজাল জিনিসের বিরুদ্ধে সোচ্চার। বারবার একটা কথা বলে যাচ্ছেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন, বাণিজ্য সচিব মো: মফিজুল ইসলাম, এফবিসিসিআই এর সহ-সভাপতি, ডিসিসিআই সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা। 

এ সম্পর্কিত আরও খবর