ডেল্টা লাইফের ২৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 07:55:31

শেয়াহোল্ডারদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ। ৩০ ডিসেম্বর ২০১৮ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৯ জুন)দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ঘোষিত লভ্যাংশ সর্ব সম্মতিক্রমে অনুমোদের জন্য আগামী ২৪ জুলাই কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে। ঐদিন সকাল সাড়ে ১০টায় ডেল্টা লাইফ টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হবে। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জুলাই। এর আগের বছর ২০১৭ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।

১৯৯৫ সালে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বিদায়ী বছরে সর্বনিম্ন ৯২ ও সর্বোচ্চ ১২৫ দশমিক ৫০ টাকায় কেনা-বেচা হয়েছে। কোম্পানির উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৪২ দশমিক ০৫ শতাংশ শেয়ার। এছাড়াও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২ দশমিক ২৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৩ দশমিক ৫৫ শতাংশ শেয়ার।

এ সম্পর্কিত আরও খবর