রাজা চতুর্দশ লুই ফরমুলায় রাজস্ব বাড়াবে সরকার

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 20:10:09

করদাতাদের ওপর বোঝা চাপিয়ে নয়, ফ্রান্সের রাজা চতুর্দশ লুই ফরমুলায় রাজস্ব বাড়াবে সরকার। এর ফরমুলা বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে করযোগ্য চার কোটি নাগরিককে করের আওতায় আনা হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চার কোটির মাঝে আগামী বছরের মধ্যে ১ কোটি মানুষকে করের আওতায় আনা হবে। বাকিদেরও করের আওতায় আনা হবে। তবে তা হবে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই থিওরির (ফরমুলা) মতো। এই ফরমুলা হলো- ‘রাজহাঁস থেকে পালক উঠাও যতটা সম্ভব ততটা, তবে সাবধান রাজহাঁসটি যেন কোনোভাবেই ব্যথা না পায়’

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, ‘রাজস্ব আহরণ বৃদ্ধি করতে হবে, তবে সেটা করের হার বাড়িয়ে নয়। বরং সেটা করতে হবে করের আওতা বিস্তৃত করে।’

তিনি বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড এবং বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীদের কর্মদক্ষতা সৃজনে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। যারা কর দেন, তারাই প্রতিবছর সরকারকে কর দেয়। এই অপসংস্কৃতি থেকেও বেরিয়ে আসতে চাই। যারা কর দেয় না তাদের সবাইকে করের আওতায় নিয়ে আসা হবে।’

এখন দেশের জিডিপি অনুপাতে ১০ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে। এটাকে বাড়িয়ে ১৪ শতাংশে উন্নতি করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা। বাকিগুলোর মধ্যে এনবিআর বহির্ভূত কর ধরা হয়েছে ১৪ হাজার ৫০০ কোটি এবং কর-বহির্ভূত খাত থেকে রাজস্ব আসবে ৩৭ হাজার ৭১০ কোটি টাকা।

এ সম্পর্কিত আরও খবর