বিএসটিআই’র পরীক্ষায় উত্তীর্ণ প্রাণের তিন পণ্য

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 22:33:00

মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রাণের তিন পণ্য। পণ্যগুলো হলো- গুঁড়া হলুদ, কারি পাউডার ও লাচ্ছা সেমাই।

বুধবার (১৯ জুন) প্রাণ কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: ৭ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল, ১৮ পণ্যের উৎপাদন স্থগিত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি চিঠির মাধ্যমে প্রাণ এগ্রো লিমিটেডকে এ তথ্য জানায় বিএসটিআই। এর ফলে প্রাণ গুঁড়া হলুদ, কারি পাউডার ও লাচ্ছা সেমাই উৎপাদন, বিক্রয় ও বিপণন করতে কোনো বাধা নেই।

আরও পড়ুন: প্রাণ-এসিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২ ভেজাল পণ্য প্রত্যাহারের নির্দেশ

উল্লেখ্য, বিএসটিআই সম্প্রতি ২৭ ধরনের ৪০৬টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে। এর মধ্যে ৩১৩টি পণ্যের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি নিম্নমানের ও ভেজাল পণ্য রয়েছে।

এর প্রেক্ষিতে গত ১২ মে প্রাণের তিন পণ্যসহ বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের ৫২ ভেজাল পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সম্পর্কিত আরও খবর