আড়াই কোটি টাকার চোরাই পণ্যসহ ৬ ট্রাক জব্দ

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 11:54:46

আড়াই কোটি টাকা মূল্যের বন্ডেড চোরাই পণ্যসহ ৬ ট্রাক-কাভার্ড ভ্যান জব্দ করেছে কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা। বৃহস্পতিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ড সুবিধার অপব্যবহার প্রতিরোধে বিশেষ প্রিভেন্টিভ বুধবার (১৯ জুন) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বন্ডেড পণ্য অবৈধ পরিবহনের সময় মোট ৬ টি গাড়ি আটক করেছে এ দফতরের একাধিক টিম।

এরমধ্যে ডেপুটি কমিশনার মেহেবুব হকের নেতৃত্বে প্রিভেন্টিভ টিম কর্তৃক বাবুবাজার ব্রিজ এলাকা থেকে ফেব্রিকস এবং এমসিপি ফিল্ম বোঝাই ২ টি কাভার্ড ভ্যান আটক করা হয় ৷

সহকারী কমিশনার মনোয়ার হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একটি টিম কর্তৃক হাইকোর্ট মোড় এলাকা হতে শার্ট ফেব্রিকস বোঝাই ১ টি কাভার্ড ভ্যান আটক করা হয়৷

একই সময় সহকারী কমিশনার মনিরুজ্জামানের নেতৃত্বে অপর দল নয়াবাজার এলাকা হতে ডুপ্লেক্স বোর্ড ভর্তি ৩ টি ট্রাক আটক করে।

আটক পণ্যের মূল্য প্রায় সোয়া দুই কোটি টাকা ৷ এর বিপরীতে আদায়যোগ্য শুল্ক-করাদির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা ৷ আটক পণ্যের বিপরীতে বিভাগীয় মামলা দায়েরসহ অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহের বন্ডিং কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে৷

বন্ড সুবিধার অপব্যবহার প্রতিরোধ, রাজস্ব সুরক্ষা এবং দেশীয় শিল্পের সংরক্ষণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার নির্দেশনা এবং কমিশনার এস এম হুমায়ূন কবীরে গতিশীল নেতৃত্বে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর