আশুগঞ্জ পাওয়ারের আইপিও অনুমোদন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 02:23:29

অবশেষে সরকারি মালিকানাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০২ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশিনের (বিএসইসি) ৬৯২তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আশুগঞ্জ পাওয়ারের ৫ হাজার টাকা ইস্যু মূল্যের ২ লাখ নন-কনভার্টঅ্যাবল, রিডিমঅ্যাবল, কুপন বেয়ারিং বন্ড আইপিও’র মাধ্যমে ইস্যু করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

কোম্পানিটি ১০০ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে ভূমি উন্নয়ন ও সিভিল ওয়ার্ক, প্রাথমিক জ্বালানি, যানবাহন ক্রয়, প্রকৌশলী ও পরামর্শক সেবা, চলতি মূলধন এবং আইপিও খচর খাতে ব্যবহার করবে।

আশুগঞ্জ পাওয়ারের ২০১৭ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৫ দশমিক ৯৬ টাকায়। কোম্পানিটির বিগত ৫ বছরে ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ দশমিক ৬৩ টাকা।

আশুগঞ্জ পাওয়ারের ৭ বছর মেয়াদী বন্ডটির বার্ষিক কুপন সুদহার হবে ১৮২ দিন মেয়াদী ট্রেজারি বিলের সুদ হারের সাথে ৪ শতাংশ মার্জিন যুক্ত হার (সর্বনিম্ন ৮ দশমিক ৫ শতাংশ ও সর্বোচ্চ ১০ দশমিক ৫০ শতাংশ) এবং অর্ধ বার্ষিক মেয়াদে প্রদেয়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস। এছাড়া ট্রাস্টি হিসাবে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

এ সম্পর্কিত আরও খবর