ডিএসইর পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজ

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 11:42:18

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (০২ জুলাই) ডিএসইর ৯২৭ তম পরিচালনা পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন তিনি।

তাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত ২৬ জুন ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসাবে যোগদানের জন্য অনুমোদন দেন।

ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজ ঢাকা ক্যান্টনমেন্টের ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে ২৭ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড এবং স্টাফের দায়িত্ব পালন করেন।

তিনি স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিসের জেনারেল স্টাফ অফিসার-৩ ট্রেনিং, কাপ্তাই রিজিয়নের-৬৫ ইনফ্যান্ট্রি ব্রিগেডের ব্রিগেড মেজর, ডিজিএএফআই এর সদর দফতরের জেনারেল স্টাফ অফিসার-১ এবং ৯ম পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল স্টাফ অফিসার-১ ও ১১ তম পদাতিক ডিভিশনের সদর দপ্তরের কর্ণেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। তবাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন এবং টার্ম কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর