‘কপারটেক ভালো না খারাপ করবে কেউ বলতে পারবে না’

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 02:23:38

কপারটেক ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজারে আসলে ভালো করবে নাকি খারাপ করবে এটা কেউ বলতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ।

শনিবার (৬ জুলাই) বিএসইসির নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যেকোনো ইস্যু একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে। এক্ষেত্রে অনেক প্রসেস থাকে। পৃথিবীর কোনো রেগুলেটর বলতে পারবে না একটি কোম্পানি পুঁজিবাজারে আসলে ভালো করবে বা খারাপ করবে। সব কোম্পানিই যে সফলতার সঙ্গে চলবে, এটা কেউ বলতে পারবে না।’

ফরহাদ আহমেদ বলেন, ‘কপারটেক ইন্ডাস্ট্রিজ ইস্যুতে এখন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এইটার বিষয়ে এখন যারা (ডিএসই) আপত্তি দিচ্ছেন তারা প্রথমে কী দিয়েছিলেন তা আপনারা (সাংবাদিক) চাইলেই জানতে পারবেন। এই কোম্পানিটি আসলেই খারাপ করবে নাকি ভালো করবে- সেটা আপনারা কী করে জানেন? এটা কেউ বলতে পারবে না।’

অপর নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, ‘কপারটেক ইন্ডাস্ট্রিজ নিয়ে নতুন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। দ্য ইন্সটিটিউট অবচার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএবি) কাউন্সিল সভায় কপারটেক ইন্ডাস্ট্রিজের নিরীক্ষক আহমেদ অ্যান্ড আক্তারের লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্তের মাধ্যমে তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে, তবে বিষয়টি অফিশিয়ালি আমরা এখনো জানি না। অফিস খুললে বিষয়টি সম্পর্কে বোঝা যাবে, কী হবে। সে বিষয়টাও আপনাদেরকে (সাংবাদিক) জানিয়ে দেব। এর আগে কপারটেক ইস্যুতে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, তা প্রেস রিলিজ আকারে প্রকাশ করা হয়েছে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে ফরহাদ বলেন, ‘দেখেন একটি ইস্যু যখন আমাদের কাছে আসে, অনেকগুলো প্রসেস দিয়ে আসে। তবে স্টেকহোল্ডার হিসাবে আপনার বলার থাকতে পারে। কিন্তু আপনি (ডিএসই) আগে একরকম দেওয়ার পরে এখন যদি অন্য রকম পর্যবেক্ষণ (অবজারবেশন) থাকে, সেক্ষেত্রে কঠিন (ডিফিকাল্ট) হয়ে যায়। তারপরেও যদি তালিকাভুক্তির আগের মুহূর্তের স্টেজে এসে হয়। তারমধ্যে আবার দুই স্টক এক্সচেঞ্জ ২ রকম মূল্যায়ন করেছে। একজন লিস্টিং দেবে, আরেকজন দেবে না।

এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) কপারটেক ইন্ডাস্ট্রিজ ইস্যুতে অসহযোগিতার জন্য বিতর্কিত নিরীক্ষা প্রতিষ্ঠান আহমেদ অ্যান্ড আক্তারের নিরীক্ষা লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্ত নেয় আইসিএবি। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সব ধরনের কোম্পানির নিরীক্ষা কাজের যোগ্যতা হারিয়েছে।

আইসিএবি থেকে জানানো হয়, কপারটেক ইন্ডাস্ট্রিজ ইস্যুতে আইসিএবির রিভিউ কাজে সহযোগিতা করেনি আহমেদ অ্যান্ড আক্তার কর্তৃপক্ষ। আইসিএবির পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে রিভিউয়ের জন্য ৪ দফায় চিঠি দেওয়া হলেও ‘ওয়ার্কিং পেপার’ দিয়ে সহযোগিতা করেনি। এক্ষেত্রে নিরীক্ষা প্রতিষ্ঠান থেকে একেকবার একেকরকম অজুহাত দেখানো হয়েছে। যা আইসিএবির কাছে গ্রহণযোগ্য হয়নি।

এ সম্পর্কিত আরও খবর