ডিএসইতে সূচক কমলেও বাড়ছে সিএসইতে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 01:46:11

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক কমে লেনদেন চলছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ঊর্ধমুখী।

সোমবার (০৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৮ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৭ কোটি ৩৫ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে প্রায় এক কোটি।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই
এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ২ পয়েন্ট। এরপর থেকে সূচক একটানা কমতে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক কমে এক পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ৫ পয়েন্ট কমে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক কমে ১০ পয়েন্ট। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ৩ পয়েন্ট কমে। বেলা ১১টায় সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৩২৭ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৮৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৮ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- এটিসিএসএলজিএফ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইল, বেক্সফার্মা, মুন্নু সিরামিকস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবর, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স।

সিএসই
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯১১ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৪৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৪৪ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে প্রায় এক কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- এটিসিএসএলজিএফ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আইডিএলসি, বিবিএস, বিডি ফাইন্যান্স, ফারইস্ট নিটিং, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, ফ্যামিলি টেক্সটাইল, রানার অটোমোবাইল এবং ওরিয়ন ফার্মা।

এ সম্পর্কিত আরও খবর