৯ জুলাইয়ের পরিবর্তে সি পার্ল বিচের লেনদেন শুরু ১৬ জুলাই

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 04:02:27

পাঁচ তারকা মানের রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার লেনেদেনের তারিখ পরিবর্তন করেছে। ৯ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই লেনদেন শুরু দিন নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা উত্তোলনের পর লেনদেন শুরু সব প্রক্রিয়া সম্পন্ন করায় দেশের দুই পুঁজিবাজারে লেনদেন শুরু সিদ্ধান্ত নিয়েছে স্টক এক্সচেঞ্জ দ্বয়।

পুঁজিজাবারে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু হবে। কোম্পানির শেয়ারের ট্রেডিং কোড হবে “SEAPEARL”। আর কোম্পানি কোড হবে ২৯০০৪।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭৬তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। এরপর কোম্পানিটি ১০ টাকা দামে পুঁজিবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে মোট ১৫ কোটি টাকা উত্তোলন করে।

উত্তোলিত অর্থের মধ্যে ১০ কোটি ৬৮ লাখ ২৭ হাজার ৩০০ টাকা দিয়ে হোটেলের ১৫৭টি রুমের আসবাবপত্র কেনার পাশাপাশি ফিনিশিংয়ের কাজে ব্যবহার করবে। আর ২ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা দিয়ে জমি কিনবে। এছাড়াও বাকি ১ কোটি ৬৫ লাখ ১২ হাজার ৭০০ টাকা আইপিও খাতে ব্যয় করবে।

২০১৭-১৮ অর্থবছরে কোম্পানিটির ৪ কোটি ৬১ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। যা শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হিসাবে হয়েছে ০.৬৭ টাকা। কোম্পানিটিতে ২০১৮ সালের ৩০ জুন নিট শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৮ টাকা।

২০০৯ সালের ২৬ মে প্রাইভেট কোম্পানি হিসাবে গঠিত সি পার্লের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর। এরপরে ২০১৭ সালের ১৪ নভেম্বর প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানিতে রূপান্তর হয়।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট।

আরও পড়ুন: সি পার্ল বিচ রিসোর্টের লেনদেন শুরু মঙ্গলবার

এ সম্পর্কিত আরও খবর