সূচক ওঠা-নামায় পুঁজিবাজারের লেনদেন চলছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 16:37:14

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে সূচকের ওঠা-নামা প্রবণতায়। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ১৯ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯২ কোটি ৭৫ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৫৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেন শুরু হয় সকাল সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৪ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ৫ পয়েন্ট। এরপর থেকে সূচক টানা কমতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ১ পয়েন্ট কমে যায়। কিন্তু এরপর সূচক আবার বাড়তে থাকে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক বাড়ে ৭ পয়েন্ট। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ৫ পয়েন্ট বাড়ে। তবে এরপর সূচক আবার নিম্নমুখী হতে শুরু করে। বেলা ১১টায় সূচক ১ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৩১৭ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক প্রায় ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৫ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৯২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তীত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে- এটিসিএসএলজিএফ, রানার অটোমোবাইল, জেএমআই সিরিঞ্জ, ন্যাশনাল পলিমার, ঢাকা ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এনএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮৯৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৮৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩০৯ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার ইন্স্যুরেন্স, এটিসিএসএলজিএফ, ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ড, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফারইস্ট ফাইন্যান্স, পপুলার ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, সিএপি মুদারবা আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড এবং এফবিএফআইএফ।

এ সম্পর্কিত আরও খবর