ডিএসইতে সূচক বাড়ছে, কমছে সিএসইতে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 23:33:05

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ জুলাই) সূচক বেড়ে লেনদেন চলছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের শুরুতেই সূচক নিম্নমুখী।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ২০ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬১ কোটি ৮২ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন লেনদেন শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ৬ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ৬ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক বাড়ে ১০ পয়েন্ট। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ৫ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২৩৯ পয়েন্টে।
অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৬৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক প্রায় ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯৮ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৬১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তীত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে-ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এটিসিএসএলজিএফ, ন্যাশনাল টিউবস, প্রিমিয়ার ব্যাংক, রানার অটোমোবাইল, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, নিটল ইন্স্যুরেন্স এবং ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ২০ পয়েন্ট কমে ৯ হাজার ৭০৬ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৯৯৬ পয়েন্টে অবস্থান করে।
এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- আইটিসি, ঢাকা ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সিয়াম টেক্সটাইল, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক এবং পিডিএল।

এ সম্পর্কিত আরও খবর