আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ডিএসইর সূচক

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 14:25:06

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  প্রধান সূচক কমে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারের (১৫ জুলাই) লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। প্রধান সূচক ডিএসইএক্স ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯১ পয়েন্টে। ২০১৭ সালের ১ জানুয়ারি ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৮৩ পয়েন্ট। এরপর সূচক সর্বোচ্চ ৬ হাজার পয়েন্ট ছাড়ালেও ধীরে ধীরে আবার কমতে থাকে।

অপরদিকে, এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৫৭ পয়েন্ট কমে ৯ হাজার ৪৮৭ পয়েন্টে অবস্থা করছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫৪ কোটি ৪ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪০ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৬৮ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক কমে। লেনদেন শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক কমে ২ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক কমে ৯ পয়েন্ট। এরপর থেকে সূচক টানা কমতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ১৫ পয়েন্ট কমে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক কমে ২৮ পয়েন্ট। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ৩৯ পয়েন্ট কমে যায়। বেলা ১১টায় সূচক ৪৬ পয়েন্ট কমে। বেলা ১২টায় সূচক ৫৫ পয়েন্ট, বেলা ১টায় সূচক ৭৫ পয়েন্ট, বেলা ২টায় সূচক ৯০ পয়েন্ট কমে এবং বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৮৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৯১ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৬ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ৩০৩ এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।

সোমবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে- গ্রামীণ ফোন, মুন্নু সিরামিকস, ফরচুন সু, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, ফেডারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইল এবং সিঙ্গার বিডি।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৫৭ পয়েন্ট কমে ৯ হাজার ৪৮৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৪১ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৮৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৬১ পয়েন্ট কমে ১৫ হাজার ৬১৯ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতের সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- গোল্ডেন সন, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ইসলামিক ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, বিবিএস, ইস্টার্ন ব্যাংক, বিডি কম্পিউটার, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স এবং মতিন স্পিনিং।

এ সম্পর্কিত আরও খবর