উপযুক্ত নীতিমালা না থাকায় সমুদ্র সম্পদ আহরণে পিছিয়ে বাংলাদেশ

, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-31 10:58:43

দীর্ঘমেয়াদী নীতিমালা, সম্পদ ও সমুদ্র সম্পদ বিশেষজ্ঞ না থাকায় সমুদ্র সম্পদ আহরণে এখনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বাংলাদেশ। সোমবার সিরডাপ মিলনায়তনে ‘সমুদ্র অর্থনীতি: বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে বিশেষজ্ঞরা এ কথা বলেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতাও রয়েছে বলেও মন্তব্য করেন তারা। একই কারণে প্রতিবেশী দেশগুলোর সাথে আঞ্চলিক কোন সহযোগিতা চুক্তি করা সম্ভব হচ্ছে বলেও মত দেন বিশেষজ্ঞরা। তবে সমুদ্র সম্পদ আহরণে নিজস্ব অবকাঠামো ও গবেষক তৈরিতে সরকার কাজ করছে বলে জানান ব্লু ইকোনমি সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে মৎস্য আহরণে জরিপ ও জাহাজ ক্রয়ের জন্য বিভিন্ন বিদেশী সংস্থা অর্থ ও কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তারা। সেমিনারে দক্ষিণ পূর্ব এশিয়ায় ল্যান্ডবেইজ করিডর হয়ে বাংলাদেশ লাভবান হতে পারে বলেও ‍যুক্তি তুলে ধরেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক লাইলুফার ইয়াসমিন।

এ সম্পর্কিত আরও খবর