সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পতন

, অর্থনীতি

Admin | 2023-08-10 05:15:37

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে।

বৃহস্পতিবার লেনদেন শুরুর পর সূচক বাড়লেও পরে কমতে থাকে শেষ পর্যন্ত কমে লেনদেন ‍শেষ হয়।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৬৯৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৪ কোটি ১৭ লাখ টাকা,যা আগের দিনের চেয়ে ১১৮ কোটি ৫৮ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৪৯টির ও অপরিবর্তিত রয়েছ ৩৪টির।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৬ দশমিক ২৭ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩১৮ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ১৫ দশমিক ২২ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ১২৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে বৃহস্পতিবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১২ কোটি ২৩ লাখ টাকা কমে ২২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৩১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১০০টির ও অপরিবর্তিত রয়েছে ২২টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৯৮ পয়েন্ট কমে ১৭ হাজার ৫৯৫ পয়েন্টে অবস্থান করছে।
ছুটির কারণে এ সপ্তাহে শুধু সোমবার ও বৃহস্পতিবার লেনদেন হয় পুঁজিবাজারে।

এ সম্পর্কিত আরও খবর