নিম্নমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 16:38:19

 

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ জুলাই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৮ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ১০৮ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫০ কোটি ৫৫ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে দুই কোটি ১৮ লাখ টাকা। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম পাঁচ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ২৫ পয়েন্ট। এরপর থেকে সূচক একটানা কমতে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক নেতিবাচক হয়ে যায়। এ সময়ে সূচক কমে ১১ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ৯ পয়েন্ট কমে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক কমে ১৭ পয়েন্ট। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ২০ পয়েন্ট কমে যায়। বেলা ১১টায় সূচক ২৮ পয়েন্ট কমে দাঁড়ায় পাঁচ হাজার ১০২ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮১৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ছয় পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৮৯ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১৯০টির ও অপরিবর্তীত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ফরচুন সু, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, আইসিবি অগ্রণী মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, সি পার্ল রিসোর্ট, বেক্সিমকো লিমিটেড, ফেডারেল ইন্স্যুরেন্স ও ভ্যানগার্ড এএমএল আরবি ব্যালেন্স ফান্ড।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১০৮ পয়েন্ট কমে ৯ হাজার ৪৪৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৯৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৫০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৭৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৪৬ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে দুই কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ভ্যানগার্ড এএমএল আরবি ব্যালেন্স ফান্ড, আইসিবি সোনালী ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, অগ্নি সিস্টেম, ওসমানিয়া গ্লাস, বিবিএস, এস আলম কোল্ডস্টোরেজ, ন্যাশনাল ফিড মিল এবং পিপলস ইন্স্যুরেন্স। মেঘনা সিমেন্ট, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ন ব্যাংক এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন, এবিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ইস্টার্ন ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

এ সম্পর্কিত আরও খবর