নিজেদের টাকায় এসডিজি বাস্তবায়ন করব: পরিকল্পনা মন্ত্রী

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 14:51:08

বৈদেশিক ফান্ড না পাওয়া গেলে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিজেরাই বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম.এ.মান্নান।

তিনি বলেছেন, 'ফাইন্যান্সিং এর বিষয়ে বিদেশ থেকে আমি অর্থ আশা করি না। অভ্যন্তরীণ উৎস থেকে নিজেদেরকেই এই অর্থ জোগার করতে হবে।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি ভবনে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিপিইডিসি) এর সিনিয়র লেভেল মিটিং (এসএলএম) এবং হাই-লেভেল পলিটিক্যাল ফোরাম (এইচএলপিএফ) অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট এ অংশগ্রহণের অভিজ্ঞতা সংবাদ সম্মেলনে তুলে ধরেন।

সফরের বিষয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, ১০ দিনের সম্মেলনে আমরা বিভিন্ন সেমিনারে অংশ নিয়েছি। সাইডলাইন বৈঠক করেছি। এসডিজি নিয়ে আমরা কী করছি এটা তুলে ধরেছি, আরো কী করা যেতে পারে-সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এসব মিটিং করে বাইরে থেকে খুব বেশি অর্থ পাওয়া যাবে সেটা আশা করি না।

পরিকল্পনা মন্ত্রী বলেন,  এসডিজি যে কাজগুলো করবে এটি মূলত কল্যাণূলক কাজ। এসডিজি স্বাক্ষর না করলেও আমরা কল্যাণমূলক কাজগুলো করতাম। কিন্তু আমরা একসাথে কাজ করতে চাই।

তিনি বলেন, এসডিজিতে আমাদের প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছে আমরা কমিটমেন্ট রাখবো। আমাদের মূল বার্তা হল এসডিজি বাস্তবায়নে কমিটমেন্ট রাখা, নিজেদের অর্থায়নে সেটি বাস্তবায়ন করব আর সেজন্য আমাদের অর্থ জোগারে অভ্যন্তরীণ উৎস খুঁজে বের করতে হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ড. শামসুল আলম, ইআরডি সচিব মনোয়ার আহমেদ, পরিকল্পনা সচিব মো: নুরল আমিনসহ আরো অনেকে।

 

এ সম্পর্কিত আরও খবর