কৃত্রিম নয়, পুঁজিবাজারে স্বাভাবিক উত্থান চায় বিনিয়োগকারীরা

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 20:07:51

‘দীর্ঘদিন অস্বাভাবিক দরপতনের পর হঠাৎ করে দেশের দুই পুঁজিবাজারে কৃত্রিমভাবে শেয়ারে দাম বাড়ানো হয়েছে। আমরা কৃত্রিমভাবে নয়, স্বাভাবিক এর উত্থান চাই।’

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে চলমান বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বিনিয়োগকারীরা এ দাবি জানান।

বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভপতি মিজান উর রশিদ চৌধুরী বলেন, ‘পুঁজিবাজারে এখন মেকিং প্লে চলছে। এটা কুচক্রীদের চক্রান্ত। আমরা একটি স্থিতিশীল পুঁজিবাজার চাই। কৃত্রিমভাবে নয়, স্বাভাবিক উপায়ে উত্থান চাই।’

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১১ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ২৯৮ পয়েন্ট।

এছাড়া মানববন্ধনে বিনিয়োগকারীরা পুঁজিবাজার স্থিতিশীলতার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেনের পদত্যাগসহ ১৬ দফা দাবি তুলে ধরেন।

এ সম্পর্কিত আরও খবর