পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 07:21:00

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ জুলাই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন কার্যক্রম। এদিন বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৭ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৪০ পয়েন্ট।

এছাড়া একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১০৩কোটি ৯৫ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ১০ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৯ পয়েন্ট। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ১১ পয়েন্ট। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ২০ পয়েন্ট। সকাল ১০টা ৫০ মিনিটে সূচক ২৭ পয়েন্ট এবং সকাল ১০টা ৫৫ মিনিটে সূচক ২৯ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টায় সূচক ৩০ পয়েন্ট এবং সোয়া ১১টায় ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ১১৪ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮২৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৬৯ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১০৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৮টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তীত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।

বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সু, বিকন ফার্মা, ভিএফএসটিডিএল, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, সিঙ্গার বি৩িড, এসইএমএল এলইসিএমএফ এবং ভ্যানগার্ড এএমএল ব্যালেন্স ফান্ড।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৪০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৭৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৭২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা সোয়া ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- মারিকো, এসইএমএল আইবিবিএল সভরেন ফান্ড, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল ব্যালেন্সড ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল এইসিএমএফ, সিএনএ টেক্সটাইল, এমারেল্ড অয়েল, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন এবং ভিএএমএল আরবিবিএফ।

এ সম্পর্কিত আরও খবর