অগ্রগতি নেই ন্যূনতম মজুরি বোর্ডের

, অর্থনীতি

ঊর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট | 2023-08-24 14:49:52

ঢাকা: ন্যূনতম মজুরি বোর্ডের কাজ চলছে ধীর গতিতে নির্দিষ্ট ছয় মাসের মধ্যে মজুরি বৃদ্ধির কার্যক্রম শেষ করার কথা থাকলেও অর্ধেক সময়কালে উল্লেখযোগ্য অগ্রগতি নেই বোর্ডের। সাড়ে তিন মাসে বোর্ডের কার্যক্রম বলতে হয়েছে মাত্র একটি বৈঠক!

ন্যূনতম মজুরি বোর্ডের সূত্রে জানা যায়, চলতি বছরের ২৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সিনিয়র জেলা জজ আমিনুল ইসলামকে চেয়ারম্যান রেখে ৫ সদস্য নিয়ে গঠিত হয় ন্যূনতম মজুরি বোর্ড। অন্যান্যবার মজুরি বোর্ডগঠনের ১৫ দিনের মধ্যেই যেখানে প্রথম বৈঠক হয়, সেখানে এবার প্রথম বৈঠক করতে সময় লেগেছে ১ মাস ১৯ দিন। মার্চ মাসের ১৯ তারিখে হয় ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক। দ্বিতীয় বৈঠকের তারিখ দেয়া হয় ১মাস ৫ দিন পরে ২৫ এপ্রিল। কিন্তু সেই বৈঠকও বাতিল করা হয় সদস্যদের অনুপস্থিতির কারণে।

২৫ এপ্রিল বৈঠক বাতিল হওয়া প্রসঙ্গে ন্যূনতম বমজুরি বোর্ডের শ্রমিক পক্ষের সদস্য সামসুন্নাহার ভূঁইয়া অভিযোগের আঙুল তুলেছেন একই বোর্ডের অন্য সদস্য বিজিএমইএ’র সভাপতি মো: সিদ্দিকুর রহমানের দিকে।

তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা বৈঠকের জন্য প্রস্তুতই ছিলাম। তারিখও ঠিক হয়েছিল ২৫ এপ্রিল। কিন্তু শেষ মুহুর্তে মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএ সভাপতি মো: সিদ্দিকুর রহমান সময় দিতে পারেননি। মালিকপক্ষের প্রতিনিধি ছাড়া ন্যূনতম মজুরি বৃদ্ধির বৈঠক কোনোভাবেই করা সম্ভব নয়। তাই বৈঠকটি বাতিল করা হয়েছে’।

অন্যদিকে বিজিএমইএ সভাপতি বিভিন্ন কাজে দেশের বাইরে থাকার কারণেই বৈঠক করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ন্যূনতম মজুরি বোর্ডের নাম প্রকাশে অসম্মত অপর এক সদস্য।

তবে এসব বিষয়ে একাধিকবার বিজিএমইএ সভাপতি মো: সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এমন ধীরগতিতে ন্যূনতম মজুরি বোর্ডের কাজ চলতে থাকলে শ্রমিকদের জন্য তা হতাশাজনক হবে বলে মনে করছেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন-এর সাধারণ সম্পাদক তপন সাহা।

তপন সাহা বার্তা২৪.কমকে বলেন, শ্রমআইন অনুযায়ী ন্যূনতম মজুরি বোর্ড গঠনের ছয় মাসের মাঝে মজুরি বৃদ্ধির সিদ্ধান্তসহ সুপারিশমালা জমা দিতে হবে বোর্ডকে। অর্ধেকেরও বেশি সময় পার হয়ে গেলেও এখনো তেমন কোনো অগ্রগতি নেই বোর্ডের। আর মাত্র দুই মাস সময় আছে। রোজার মধ্যে পুরো পোশাক শিল্পে বেতন বোনাস নিয়ে এমনিতে মালিক শ্রমিকদের মধ্যে চলবে নানা জটিলতা। এই অল্প সময়ে পুরো কাজ সম্পন্ন করা কঠিন হয়ে যাবে।

২০১৭ সালের পহেলা মে’তে শ্রমিক দিবসে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করে ১৬ হাজার টাকা করার দাবি তোলা হয় শ্রমিকদের পক্ষ থেকে। তারপর থেকে বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে আন্দোলন করে এসেছেন শ্রমিকরা। তারই প্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারির ১৪ তারিখে শ্রমমন্ত্রী মুজিবুল হক চুন্নু ন্যূনতম মজুরি বোর্ড গঠনের নির্দেশনা দেন। পরে ২৮ জানুয়ারি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, তাজরীন গার্মেন্টসে অগ্নিকান্ডের পর ২০১৩ সালের শুরুর দিকে শ্রমিকরা ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করার দাবিতে আন্দোলনে নামেন। গঠিত হয় মজুরি বোর্ড।মালিক, শ্রমিকদের সাথে আলোচনার ভিত্তিতে ২০১৩ সালের নভেম্বর মাসে মজুরি বোর্ডের ১০ম সভায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা ঘোষণা করা হয়। বর্তমানে দেশে প্রায় ৫ হাজার গার্মেন্ট রয়েছে, এতে- প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করছেন।

এ সম্পর্কিত আরও খবর