সূচক কমে পুঁজিবাজারে লেনদেন চলছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 20:30:39

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩১ জুলাই) সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে। এদিন সূচক বেড়ে লেনদেন শুরু হলেও বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ৬ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৭ কোটি ৪৬ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৮৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সকাল সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১৪ পয়েন্ট। ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ২০ পয়েন্ট। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ১৫ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে সূচক ১১ পয়েন্ট বাড়ে। আর ১০টা ৫৫ মিনিটে সূচক ৬ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় সূচক ২ পয়েন্ট বাড়ে। এরপর সূচক নেতিবাচক হতে থাকে। সোয়া ১১টায় ডিএসইএএক্স সূচক ২ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ১২২ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ৮২৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক প্রায় এক পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ১৭৭ পয়েন্টে।

এদিন বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৮২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- মুন্নু সিরামিকস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মুন্নু স্টাফলার, ইউনাইটেড পাওয়ার, স্টাইল ক্রাফটস, স্টান্ডার্ড সিরামিকস, ন্যাশনাল পলিমার, বাংলাদেশ শিপিং করপোরেশন, ঢাকা ইন্স্যুরেন্স এবং প্রিমিয়ার ব্যাংক।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৫ পয়েন্ট কমে ৯ হাজার ৫২০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৫০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১১ পয়েন্ট কমে ১৫ হাজার ৬৬৫ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা সোয়া ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার সিমেন্ট, স্টান্ডার্ড সিরামিকস, ঢাকা ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ার, ইমাম বাটন, নিটল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক ইন্টারন্যাশনাল লিজিং এবং মবিল যমুনা বিডি।

এ সম্পর্কিত আরও খবর