পুঁজিবাজারের সূচক বেড়ে লেনদেন চলছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 10:15:54

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচক বেড়ে চলছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৩৪ পয়েন্ট। 

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৮ কোটি ৯২ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে এক কোটি ৪২ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১৫ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ১৯ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ১৮ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১৫ পয়েন্ট বাড়ে। আর বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ১০ পয়েন্ট বাড়ে এবং বেলা ১১টার ডিএসইএক্স সূচক ৮ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ১৭৫ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৪০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯৪ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তীত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- মুন্নু সিরামিকস, ইউনাইটেড এয়ার, স্টাইল ক্রাফটস, লিকো ফার্মা, রানার অটোমোবাইল, ফরচুন সু, লিগ্যাসি ফুটওয়্যার, মুন্নু স্টাফলারস, আলহাজ টেক্সটাইল এবং স্টান্ডার্ড সিরামিকস।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬২০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯১১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮২৪ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে এক কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন, ঢাকা ডায়িং, গোল্ডেন সন, রিজেন্ট টেক্সটাইল, সন্ধানী ইন্স্যুরেন্স, শিফার্ড ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক, রানার অটোমোবইল এবং শাশা ডেনিমস।

এ সম্পর্কিত আরও খবর