ডিএসইতে প্রধান সূচক বাড়লেও সিএসইতে কমেছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 04:22:55

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৪ আগস্ট) সূচক বেড়ে শেষ হয়েছে লেনদেন কার্যক্রম। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে মাত্র ৩ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ৪ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮১ কোটি ১৬ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ১২ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৭৫ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই

রোববার ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সকাল সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১৫ পয়েন্ট। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ১৯ পয়েন্ট। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ১৮ পয়েন্ট। সকাল ১০টা ৫০ মিনিটে সূচক ১৫ পয়েন্ট বাড়ে। আর সকাল ১০টা ৫৫ মিনিটে সূচক ১০ পয়েন্ট বাড়ে এবং বেলা ১১টার ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বাড়ে। দুপুর ১২টায় সূচক ১২ পয়েন্ট বাড়ে। এরপর থেকে সূচক একটানা কমতে থাকে। দুপুর ১টায় সূচক ৮ পয়েন্ট বাড়ে। দুপুর ২টায় সূচক ৪ পয়েন্ট বাড়ে। বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে মাত্র ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৭২ পয়েন্টেই অবস্থান করে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৩৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯৩ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।

রোববার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, ফরচুন সু, বাংলাদেশ শিপিং করপোরেশন, জেনেক্সিল, আইবিপি, বিকন ফার্মা, সিলকো ফার্মা, বিবিএস কেবল এবং স্টাইল ক্রাফট।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৪ পয়েন্ট কমে ৯ হাজার ৫৯৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৭১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৯৩ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন, জিবিবি পাওয়ার, ড্রাগন সোয়েটার, সায়হাম টেক্সটাইল, ঢাকা ডায়িং, মাইডাস ফাইন্যান্স, প্রাইম ফাস্ট আইসিবিএ, ইনটেক অনলাইন, অলটেক্স এবং মোজাফফর হোসেন স্পিনিং।

এ সম্পর্কিত আরও খবর