৯ দিনের ছুটিতে পুঁজিবাজার

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 11:23:18

কোরবানির ঈদ, ১৫ আগস্ট এবং সাপ্তাহিক ছুটি মিলে মোট ৯ দিন দেশের দুই পুঁজিবাজারে লেনদেন ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুসারে আগামী শুক্রবার (৯ আগস্ট) থেকে পরবর্তী সপ্তাহের শনিবার (১৭ আগস্ট) পর্যন্ত টানা ৯ দিন দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

নাম না প্রকাশের শর্তে ডিএসইর এক কর্মকর্তা বলেন, আগামী ১২ আগস্ট ঈদুল আজহা পালিত হবে। এ কারণে সারকারিভাবে ১১, ১২ ও ১৩ আগস্ট অর্থাৎ রবি, সোম ও মঙ্গলবার ছুটি থাকবে। এর আগের শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) দু’দিন সাপ্তাহিক ছুটি। ফলে ৮ আগস্ট লেনদেন হওয়ার পর ঈদের আগে বাজারে আর লেনদেন হবে না।

ঈদের সাধারণ ছুটি শেষ হওয়ার পর ১৪ আগস্ট (বুধবার) অফিস খোলা। তবে এ দিন পুঁজিবাজারে লেনদেন না করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই পর্ষদ। পরের দিন ১৫ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় শোক দিবসের ছুটি। শোক দিবসের ছুটির পর ১৬ ও ১৭ (শুক্র ও শনিবার) দু’দিন সাপ্তাহিক ছুটি। এর ফলে টানা ৯ দিন বন্ধ থাকছে দেশের পুঁজিবাজার।

এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেও টানা ৯ দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল।

এ সম্পর্কিত আরও খবর