বেতন-বোনাস পাচ্ছেন না আইডিআরএ’র কর্মকর্তা-কর্মচারীরা

ব্যাংক বীমা, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 02:22:47

অর্থমন্ত্রণালয়ের আকস্মিক সিদ্ধান্তের কোরবানি ঈদে বেতন-বোনাস পাচ্ছেন না বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কর্মকর্তা-কর্মচারীরা। প্রতিষ্ঠানে বর্তমানে ৫৮জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। যাদের মাসিক বেতন প্রায় ২০ লাখ টাকা।

অস্থায়ী ভিত্তির নিয়োগের কথা বলে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাশ করছে না অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব। ফলে ২০১২ সালের পর থেকে নিয়মিতভাবে মাসিক বেতন এবং ঈদ ও বৈশাখীসহ বিভিন্ন ভাতা নিয়ে বিপাকে পড়েছেন কর্মকর্তারা। তারা ঈদে কোরবানি তো দূরের কথা অনেকে বাসা ভাড়াও দিতে পারছেন না। পরিবার-পরিজনকে নিয়ে চরম বিপদে পড়েছেন।

বিমা সংশ্লিষ্টরা বলছেন, সরকার যেখানে বিমা খাতকে এগিয়ে নিতে চাচ্ছেন। বিমা খাতে আস্থা ফেরাতে একের পর এক উদ্যোগ নিচ্ছেন। ঠিক সেই সময় অর্থমন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে আরও নেতিচক প্রভাব পড়ছে।

নাম না প্রকাশের শর্তে রাজধানীর বনশ্রীর বাসিন্দা আইডিআরএর এক অফিসার বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘রমজানের ঈদের পর হাত ফাঁকা। ঠিক সেই সময়ে জুলাই মাসের বেতন না হওয়ায় বাসার ভাড়া দিতে পরছি না। পরিবার পরিজনকে নিয়ে খুব কষ্টে আছি।’

তিনি আরও বলেন, ‘বিয়ের সময় আইডিআরএ চাকরি করি বলে বেশ হেনাস্ত হতে হয়েছে আমাকে। বিমা খাতের প্রতি এমনিতেই সাধারণ মানুষের আস্থা নেই। তারপর নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের ওপর এ আচরণরে এই সেক্টরের উপর নেতিবাচক প্রভাব পড়ছে।’

আইডিআরএ’র ঊর্ধ্বতন এক কর্মকর্তা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, আইডিআরএ’র বেতন সরকারে রাজস্ব আয় থেকে হয় না। আইডিআরএর নিজস্ব আয় থেকে বেতন দেয়। এতে প্রতিমাসে ১৮-২০ লাখ টাকার বেতন দেওয়া হয়। জুলাই মাসের বেতন এবং ঈদের বোনাস বাবদ সর্বোচ্চ ৪০ লাখ টাকা খরচ হবে। তার চেয়ে কয়েকগুণ অর্থ আইডিআরএ তহবিলে জমা রয়েছে। তারপরও কেন বেতন ভাতা আটকে রেখেছে, এটার কোনো যুক্তি নেই।’

তিনি আরও বলেন, ‘২০১২ সাল থেকে সরকার অস্থায়ী ভিত্তিকে কাজ করে আসা ৬০জন কর্মকর্তাদের বেতন ভাতা দিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে অর্থমন্ত্রণালয়ের চলতি বছরের ১২ এপ্রিল নতুন বছরের বাজেট পাশের জন্য সুপারিশ করা হলেও বাজেট পাশ না করে টালবাহানা করছে।’

তার মতে, এই কর্মকর্তা-কর্মচারীদের বাদ দিলেও অগ্রিম ৩ মাসের বেতন দিতে হবে। সামনে ঈদ বোনাস দিতে হবে আইনিভাবে সবাই এটা পাবেন।

আইডিআরএ সূত্র মতে, ২০১২ সালে অস্থায়ী ভিত্তিতে ৬১জনক কর্মকর্তাকে নিয়োগ দেয় আইডিআরএ। বর্তমানে ৫১জন কর্মকর্তা কাজ করছেন। আর অন্যরা অন্যত্র চলে গেছেন।

এই জনবল দিয়ে প্রতিষ্ঠানটি সরকারি-বেসরকারি ৭৮ জীবন বিমা এবং সাধারণ বিমা কোম্পানির নিয়ন্ত্রণ করছে। প্রতিষ্ঠার পর থেকে গত সাত বছর ধরে বেতন ও বোনাস দিয়ে আসছে। কিন্তু হঠাৎ করেই অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম আইডিআরএ বাজেট অনুমোদন করেননি।

ফলে কর্মকর্তা ও কর্মচারীরা বিপাকে পড়েছেন। বর্তমানে দায়িত্বে থাকা আইডিআরএ চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী এক সময় অর্থমন্ত্রণালয়ের সচিব ছিলেন। সদস্য হিসেবে দায়িত্ব পালন করা গকুল চাঁদ দাসও একসময় অতিরিক্ত সচিব ছিলেন। তাদের সময় বেতন বোনাস পাশ করা হয়েছে। কিন্তু হঠাৎ করে এখন আইডিআরএ’র বেতন বোনাস বন্ধ হওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটছে কর্মকর্তা কর্মচারীদের।

এ বিষয়ে জানতে সচিব আসাদুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরও খবর