ফুডপান্ডা গ্রাহকদের জন্য ইবিএল স্কাইপে সেবা

, অর্থনীতি

বিজনেস ডেস্ক | 2023-08-26 00:05:04

ফুডপান্ডার গ্রাহকরা এখন তাদের অর্ডারকৃত খাবারের মূল্য ভিসা অথবা মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ডের সাহায্যে প্রতিষ্ঠানটির মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইটের (www.foodpanda.com.bd) মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ফুডপান্ডা গ্রাহকদের অনলাইন পেমেন্ট ‘ইবিএল স্কাইপে (পাওয়ার্ড বাই মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিস)’ এর মাধ্যমে প্রসেস করবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফুডপান্ডার ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি.এ. সিদ্দিকী এবং ইবিএল রিটেইল ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে এতদ্বসংক্রান্ত একটি চুক্তি বিনিময় করেন।

ফুডপান্ডার একাউন্টস এন্ড ফাইন্যান্স ম্যানেজার মাসরুর রহিম সাদাত, পাটর্নারশীপ এন্ড পিআর ম্যানেজার সাকেরিনা খালেদ, ইবিএল হেড অব কার্ডস এন্ড ডিজিটাল ব্যাংকিং রাসেল হাসানসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর