ডিএসইতে প্রধান সূচক অপরিবর্তিত, কমেছে সিএসইতে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 17:15:37

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান সূচক অপরিবর্তিত রয়েছে। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স-এর কোনও পরিবর্তন হয়নি এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ১৩ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬৮ কোটি ৭৬ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৮৮ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৫ কোটি ৩৮ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৯ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ১১ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ১৭ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১৮ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ১৩ পয়েন্ট বাড়ে এবং বেলা ১১টায় সূচক ৫ বাড়ে। বেলা ১২টায় সূচক ১৮ পয়েন্ট বাড়ে। বেলা ১টায় সূচক ১৯ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ২টায় সূচক ২ পয়েন্ট বাড়ে এবং বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচকে কোনও পরিবর্তন হয়নি। ফলে সূচক গত কার্যদিবসের মতো ৫ হাজার ১৮৭ পয়েন্টেই অবস্থান করে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক শুন্য দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৩৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৮৯ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ২০৬ এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।

বুধবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- জেএমআই সিরিঞ্জ, খুলনা পাওয়ার কোম্পানি, মুন্নু সিরামিকস, কপারটেক, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইউনাইটেড পাওয়ার, ফরচুন সু, মুন্নু স্টাফলারস, সিটি ব্যাংক এবং বিকন ফার্মা।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১২ পয়েন্ট কমে ৯ হাজার ৬৩৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ৬০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৭৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৫২ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ফারইস্ট ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, স্কয়ার টেক্সটাইল, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফার্স্ট আইসিবিএ গ্রিণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, রূপালী ব্যাংক, ওয়াটা কেমিক্যাল এবং তাকাফুল ইন্স্যুরেন্স।

এ সম্পর্কিত আরও খবর