আগোরায় অনুমোদনহীন পণ্য, পঁচা মাছ; ৫ লাখ টাকা জরিমানা

, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-24 01:01:52

ঢাকা: বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্যে সংস্থাটির লোগো ব্যবহার এবং পঁচা মাছ বিক্রির দায়ে সুপারশপ আগোরাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯মে) মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের পাশে আগোরার শাখায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ও বিএসআইটিআই যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে মশিউর রহমান বলেন, ‘আগোরায় বিএসটিআইয়ের লোগো লাগানো লাচ্ছা সেমাইসহ বেশ কিছু পণ্য বিক্রি হচ্ছিলো। অথচ এসব পণ্যের অনুমোদন বিএসটিআই থেকে নেয়া হয়নি। এই অভিযোগ তাদেরকে চার লাখ টাকা ও পঁচা মাছ বিক্রির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এই ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘আমাদের এই অভিযান নিয়মিত পরিচালনা হয়। রমজান মাসে তা বাড়ানো হয়। পুরো রমজান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর