চট্টগ্রামে পৌনে ২ কোটি টাকার পণ্যের চালান জব্দ

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 08:05:07

বন্ড সুবিধার অপব্যবহার করে পণ্য আমদানি করায় ঢাকার অলিরা ফ্যাশনস লিমিটেডের ১ কোটি ৭১ লাখ ৪ হাজার ৩১৬ টাকা মূল্যের পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি টিম।

মঙ্গলবার (২৭ আগস্ট) কর ফাঁকিকৃত রাজস্ব আদায়ের জন্য কাস্টম হাউস, চট্টগ্রাম বরাবর একটি প্রতিবেদন পাঠিয়েছে ওই টিম।

বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক শহিদুল ইসলাম।

তিনি জানান, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকারক ঢাকার মিরপুরের অলিরা ফ্যাশনস লিমিটেডের একটি চালান জব্দ করা হয়েছে। একই সঙ্গে বন্ড সুবিধায় আমদানিকৃত চালানটির খালাস সাময়িক স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

পণ্য চালানটির কায়িক পরীক্ষা করার পর জব্দ করা হয়েছে। চালানটির খালাসের দায়িত্বে নিয়োজিতে রয়েছে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট। শতভাগ কায়িক পরীক্ষার ঘোষণা অনুসারে ১০০ শতাংশ RAYON SOL FAB W- 63/65=26500 KG এর পরিবর্তে ঘোষণা বর্হিভূত FABRICS (COTTON MIXED) FOR LADIES DRESS (PALAZZO, BLOUSE, ETC.) 29,946.20 KG পণ্য পাওয়া যায়।

পণ্যচালানটির শুল্কায়নযোগ্য মোট আনুমানিক মূল্য ৯০ লাখ ৩৪ হাজার ৬০৬ টাকা এবং শুল্ক করের পরিমাণ ৮০ লাখ ৬৯ হাজার ৭১০ টাকা। শুল্ককরাদিসহ মোট মূল্য ১ কোটি ৭১ লাখ ৪ হাজার ৩১৬ টাকা।

এ সম্পর্কিত আরও খবর