বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিরুদ্ধে ডিএসই'র জিডি

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 14:22:39

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর মতিঝিল থানায় এ জিডি করা হয়।  বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন, ডিএসই'র ডিজিএম ও জনসংযোগ বিভাগের  প্রধান কর্মকর্তা শফিকুর রহমান।

জিডিতে বলা হয়, বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আজ ১০ জন বিনিয়োগকারী দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা ডিএসই'র সামনে বিক্ষোভ করে। এতে ডিএসই কর্মকর্তা ও শেয়ারহোল্ডারদের আসা যাওয়ার সমস্যা হয়।

আরও বলা হয়েছে, ডিএসই ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছে বিনিয়োগকারীরা। বিক্ষোভের ফলে আন্তর্জাতিক পর্যায়ে পুঁজিবাজারের মান ক্ষুণ্ণ হয়েছে। এতে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করা থেকে সরে দাঁড়াচ্ছে।

 

এ সম্পর্কিত আরও খবর