পুঁজিবাজারে সূচকের ওঠানামা

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-23 00:29:05

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ সেপ্টেম্বর) লেনদেন চলছে সূচকের ওঠানামা প্রবণতায়। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ১ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ২০ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫১ কোটি ১৮ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে এক কোটি ৫৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ৯ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ১৪ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১৩ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ৯ পয়েন্ট বাড়ে। এরপর সূচক নেতিবাচক হতে শুরু করে। বেলা ১১টায় সূচক প্রায় ১ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৯৫ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক প্রায় ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৯৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৪ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তীত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল পলিমার, মুন্নু স্টাফলারস, ওয়াটা কেমিক্যাল, মুন্নু সিরামিকস, ডোরিন পাওয়ার, স্টান্ডার্ড সিরামিকস, ফরচুন সু, কে অ্যান্ড কিউ, লিন্ডে বাংলাদেশ এবং রেকিট বেঞ্জকিজার।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ২০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৭৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৬৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬১৪ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো-পপুলার ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল ইন্স্যুরেন্স, সি পার্ল হোটেল, ইন্টার্ন ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, ইউনাইটেড এয়ার, কনফিডেন্স সিমেন্ট, ওরিয়ন ইনফিউশন, ডোরিন পাওয়ার এবং সিভিও পেট্রোকেমিক্যাল।

এ সম্পর্কিত আরও খবর