সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশ নির্ধারণ

বিবিধ, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-17 20:59:22

৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ হারে উৎসে কর কর্তনের প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব র্বোড (এনবিআর)।

গত ২৫ আগস্ট (রোববার) এনবিআরের চেয়ারম্যান মো.মোশাররফ হোসেন ভূঁইয়া প্রজ্ঞাপনে সাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন ১৯৮৪-এর সেকশন ৪৪-এর সাব-সেকশন(৪) এর ক্লজ(বি) ক্ষমতা বলে সকল প্রকার সঞ্চয়পত্রে, ক্রয়কাল নির্বিশেষে, পুঞ্জিভূত বিনিয়োগের পরিমাণ ৫ লাখ টাকা অতিক্রম না করলে এইরুপ বিনিয়োগ থেকে অর্জিত সুদের ওপর অডিনেন্সের সেকশন ৫২-ডি এ উল্লেখিত উৎসে কর কর্তনের হার ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রের ওপর ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ উৎসে কর আরোপ করা হয়। এরপর অর্থমন্ত্রী ৫ লাখ টাকা পর্যন্ত পূর্বের মতোই ৫ শতাংশ হারে উৎসে কর কর্তনের প্রস্তাব করেন। প্রায় ২ মাস পর এনবিআর তার প্রস্তাবের আলোকে প্রজ্ঞাপন জারি করল।

এ সম্পর্কিত আরও খবর