টানা ৫ দিনে ডিএসইর সূচক কমেছে ১৭১ পয়েন্ট

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 18:12:26

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সূচক কমে শেষ হয়েছে লেনদেন কার্যক্রম। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস ধরে কমছে সূচক।

এই পাঁচ কার্যদিবসে সিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৭১ পয়েন্ট। গত ২৭ আগস্ট ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ১৭৮ পয়েন্ট এবং আজ সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭ পয়েন্টে। এছাড়া সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ৬৫ পয়েন্ট।

আরও পড়ুন: শেয়ার কেনার চেয়ে বিক্রিতে ঝুঁকছেন বিদেশি বিনিয়োগকারীরা

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪২ কোটি ৯০ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৯ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ২৭ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সকাল সাড়ে ১০টায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৪ পয়েন্ট। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ৫ পয়েন্ট। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক ১ পয়েন্ট কমে। সকাল ১০টা ৫০ মিনিটে সূচক ২ পয়েন্ট কমে। সকাল ১০টা ৫৫ মিনিটে সূচক ৩ পয়েন্ট কমে।

বেলা ১১টায় সূচক ৯ পয়েন্ট কমে, দুপুর ১২টায় সূচক ২৬ পয়েন্ট কমে, দুপুর ১টায় ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে। দুপুর ২টায় সূচক ২৭ পয়েন্ট কমে। কিন্তু দুপুর আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে ৫ হাজার ৭ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৬৭ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের দাম।

মঙ্গলবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- মুন্নু সিরামিকস, মুন্নু স্টাফলারস, স্টাইল ক্রাফটস, ইউনাইটেড পাওয়ার, গ্রামীণ ফোন, লিগ্যাসি ফুটওয়্যার, সিলকো ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিকন ফার্মা এবং জেএমআই সিরিঞ্জ।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে ৯ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ৭১ পয়েন্ট কমে ১৩ হাজার ৫০৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১১০ পয়েন্ট কমে ১৫ হাজার ৩০২ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- আরামিট সিমেন্ট, এসএস স্টিল, নাভানা সিএনজি, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, নর্দান ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, সিলকো ফার্মা, ফারইস্ট নিটিং এবং কপারটেক।

এ সম্পর্কিত আরও খবর