ডিএসই'র এমডি হতে আগ্রহী ১৬ জন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 08:36:16

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক কর্মকর্তার পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ১৬ জন ব্যক্তি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হতে আগ্রহী। ডিএসই'র সূত্র এ তথ্য জানিয়েছে।

এই ১৬ জন আগ্রহী প্রার্থীর আবেদন যাচাই-বাছাই করছে ডিএসই কর্তৃপক্ষ। এর মধ্যে ডিএসইর পর্ষদ সভায় তাদের আবেদন পত্রগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) আবারও পর্যালোচনা কমিটির বৈঠক বসবে।

আগ্রহী প্রার্থীর তালিকায় রয়েছে- ডিএসইর সাবেক জেনারেল ম্যানেজার (জিএম) বর্তমানে বিদেশি কোম্পানিতে কর্মরত। একইভাবে আগ্রহ প্রকাশ করেছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক এমডি ও বর্তমান এমডি। এছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি ও ডিএমডি আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন।

নাম না প্রকাশের শর্তে ডিএসইর একাধিক পরিচালক বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'ডিএসইর এমডি হতে যেসব প্রার্থী আবেদন করেছেন, তাদের মধ্যে কাউকে যোগ্য মনে হচ্ছে না। তাই হয়তো নতুন করে বিজ্ঞাপন দেওয়া হতে পারে। তবে সেটা পর্যালোচনা কমিটির প্রতিবেদনের পর সিদ্ধান্ত হবে।'

ডিএসইর পর্ষদ সূত্র জানায়, চলতি বছরের ১১ জুলাই ডিএসইর এমডি পদ শূন্য হয়। শূন্য পদ পূরণে নতুন এমডির খোঁজে গত ৭ আগস্ট বিজ্ঞাপন প্রকাশ করা হয়। বিজ্ঞাপনে ১ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়।

বিজ্ঞাপন দেয়ার পর ১৬ জন আবেদন করেন। সোমবার (২ সেপ্টেম্বর) পরিচালনা পর্ষদ সভার মাধ্যমে আবেদনকারীদের তালিকা সংগ্রহ করা হয়।

উল্লেখ্য, ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথকীকরণে ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিমের পর দ্বিতীয় এমডি হিসেবে ২০১৬ সালের ২৯ জুন নিয়োগ পান কে এ এম মাজেদুর রহমান। তার মেয়াদ শেষ হয়েছে গত ১১ জুলাই। এরপর থেকেই পদটি খালি রয়েছে। ডিএসইর পর্ষদ থেকে মাজেদুর রহমানকে এমডি পদে পুনরায় নিয়োগ চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করা হয়। তবে নিয়ন্ত্রক সংস্থা ডিএসইর ওই প্রস্তাব বাতিল করে দেয়।

তারপর থেকে নতুন এমডি খোঁজা শুরু করে ডিএসই। বর্তমানে ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আবদুল মতিন পাটোয়ারী স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সম্পর্কিত আরও খবর