৫০০ ছাত্রীকে সাইকেল দিল প্রিমিয়ার ফাউন্ডেশন

ব্যাংক বীমা, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 20:38:45

প্রিমিয়ার ফাউন্ডেশন ৫০০ টি সাইকেল বিতরণ করেছে জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজে মেয়েদের স্কুলে পৌঁছাতে সহায়তা করার জন্য। “প্রিমিয়ার ব্যাংক, প্রিমিয়ার গ্রুপ, প্রিমিয়ার ফাউন্ডেশন” এর সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সিঙ্গাপুরের এস.সি.এ. প্যাসিফিক পিটিই লিমিটেড এর গ্রুপ সিইও ডক্টর জে.টি.লি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্প্রতি স্কুল পর্যায়ে ভৈরব উপজেলায় এবং কলেজ পর্যায়ে কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ। শিক্ষার্থীদের এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি জানাতে ৫০০ সাইকেল স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল।

উল্লেখ্য যে, প্রিমিয়ার ব্যাংক, প্রিমিয়ার গ্রুপ, প্রিমিয়ার ফাউন্ডেশন” এর সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ স্থাপন করেন।

সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাংকের ডিএমডি সৈয়দ নওশের আলী, ডিএমডি শামসুদ্দিন চৌধুরী; ভৈরবের ইউএনও ইসরাত সাদমিন, একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: সায়েদুল্লাহ মিয়া, বিদ্যালয়ের উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মোহাম্মদ গোলাম হোসেন সরকার (পিএসসি) এবং অধ্যক্ষ মুহাম্মদ শাহ্ আলম প্রমুখ।

জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করছে। বিশাল মিলনায়তনসহ প্রায় এক লাখ ৬৫ হাজার বর্গফুট বিশিষ্ট ৬ তলা ভবনে আধুনিক শিক্ষার সকল সুযোগ-সুবিধা নিয়ে উক্ত প্রতিষ্ঠানটি ১.৫ এক ভূমির উপর গড়ে উঠেছে। ভবনটিতে আধুনিক আইসিটি ল্যাব, গ্রন্থাগার, বিজ্ঞানাগারসহ শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি ও স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। সর্বোপরি অত্র প্রতিষ্ঠানটিতে আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সুপরিসর ও মানসম্মত শ্রেণি কক্ষ, খেলার মাঠ, প্রাকৃতিক পরিবেশ বিদ্যমান।

এ সম্পর্কিত আরও খবর