‘দেশি বিমা কোম্পানিতেই হবে বিভিন্ন মেগা প্রকল্পের ইন্স্যুরেন্স’

ব্যাংক বীমা, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 11:59:14

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ‘আমাদের মেগা প্রকল্পগুলোর ইন্স্যুরেন্স এখন থেকে দেশি বিমা কোম্পানিগুলোর মাধ্যমেই করা হবে। তাহলে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের অর্থ আর দেশের বাইরে যাবে না।’

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে সরকারি কোষাগারে সাধারণ বিমা করপোরেশনের ২০১৮ সালের লভ্যাংশের ৫০ কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সম্প্রতি সাধারণ বিমা করপোরেশন পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি পাওয়ার প্লান্ট ও বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ সরকারি বিভিন্ন মেগা প্রকল্পের বিমা কাভারেজ দিচ্ছে। আগে বিভিন্ন প্রকল্পের জন্য যেসব বড় বড় আমদানি হতো, তাতে বলা হতো, আমাদের দেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ছোট, আমাদের শক্তি নাই। যদি কোনো দুর্ঘটনা ঘটে, তারা প্রিমিয়াম দিতে পারবে না, লস কাভার করতে পারবে না। ফলে ইন্স্যুরেন্স প্রিমিয়ামগুলো বিদেশে চলে যেত। এটা আর হতে দেওয়া হবে না। এখন থেকে দেশের কোম্পানির মাধ্যমেই বিমা করতে হবে।’

‘এটা খুবই দুঃখজনক। এমনটা আর হতে দেওয়া হবে না। এখন থেকে এ ধরনের বিমা দেশীয় কোম্পানির মাধ্যমে করতে হবে। আমাদের দেশের ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেশে থাকলে দেশি ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর রেভিনিউ এমনিতেই বেড়ে যাবে। প্রকল্পের আওতায় বিদেশ থেকে যেসব মেশিনারিজ আনা হতো, তার ইন্স্যুরেন্স প্রিমিয়াম চলে যেত দেশের বাইরে। এখন থেকে এগুলো বিদেশে যাবে না। আমাদের দেশ থেকে যে ইন্স্যুরেন্স হবে, যেটা আমরা পেমেন্ট করব, সেটার প্রিমিয়ামও আমরা পাব,’ যোগ করেন তিনি।

বিমা কোম্পানির প্রেক্ষাপট সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সাধারণ বিমা করপোরেশন অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমা সেবা দিয়ে যাচ্ছে। সাধারণ বিমা করপোরেশন একই সঙ্গে বিমা ও পুনঃবিমা কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি এনবিআরকে রাজস্ব দেওয়ার পাশাপাশি সরকারের কোষাগারে সরাসরি টাকা দিচ্ছে। মেগা প্রকল্পগুলোকে বিমা কাভারেজ দিচ্ছে, ফলে সরকারি কোষাগারে আরো বেশি টাকা দেবে এই সংস্থাটি। আজ সাধারণ বিমা করপোরেশন ৫০ কোটি টাকার চেক দিয়েছে। তারা ট্যাক্সও পেমেন্ট করেছে। আগামীতে মুনাফাও ডাবল হবে।’

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, সাধারণ বিমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহসান, পরিচালনা পর্ষদের সদস্য ও করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর