ফতুর হচ্ছেন বিনিয়োগকারীরা, পুঁজি কমল আরও ১১ হাজার কোটি টাকা

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 21:50:16

কোনো উদ্যোগেই দরপতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। ফলে এক দিন সূচকের উত্থান আর তিন সূচক পতনের মধ্য দিয়ে আরও এক সপ্তাহ পার করল দেশের দুই পুঁজিবাজার।

আলোচিত সপ্তাহেও সূচক, লেনদেন ও প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে। আর তাতে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেও বিনিয়োগকারীদের পুঁজি অর্থাৎ বাজার মূলধন আরও কমল ১০ হাজার ৯৬২ কোটি ৭৪ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় চার কার্যদিবস লেনদেন হয়েছে। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগাকরীদের পুঁজি কমেছে ৫ হাজার ১৩৩ কোটি ৩১ লাখ ৪৯ হাজার টাকা। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ৫ হাজার ৮২৯ কোটি ৪৩ লাখ ৯ হাজার টাকা।

এ নিয়ে টানা তিন সপ্তাহে পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীদের পুঁজি কমল ৪০ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি মূলধন কমেছে গ্রামীণফোন কোম্পানির শেয়ারহোল্ডারদের। এ কোম্পানির শেয়ারহোল্ডারদের ১৪ হাজার কোটি টাকার পুঁজি কমেছে।

এর আগের দুই সপ্তাহ যথাক্রমে বিনিয়োগকারীদের বাজার মূলধন কমেছিল ১৩ হাজার এবং ১৫ হাজার কোটি টাকার বেশি।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী সপ্তাহে (৮-১২ সেপ্টেম্বর) ডিএসইতে চার কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৬৮৬ কোটি ১৮ লাখ ২ হাজার ৩৯৬ টাকা। এর আগের সপ্তাহে ৫ কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৭৩ কোটি ৩১ লাখ ৭ হাজার টাকা। যা শতাংশের হিসাবে আগের সপ্তাহের চেয়ে ১৪ দশমিক ৫৫ শতাংশ কম। তবে গত সপ্তাহে দৈনিক লেনদেন আগের সপ্তাহের চেয়ে বেড়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৬৬টির, কমেছে ২৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে দাম বেড়েছিল ১০২টির, কমেছিল ২৩৩টির আর অপরিবর্তিত ছিল ১৮টির।

তিন সূচকের মধ্যে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৭৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট কমে ১ হাজার ৭৩৭ পয়েন্টে এবং শরিয়াহ সূচক আগের সপ্তাহের চেয়ে ১০ পয়েন্ট কমে ১ হাজার ১৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ১৮১ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১১০ কোটি ১১ লাখ ৫৭ হাজার ৫৮৬ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৫ কোটি ২৯ লাখ ৫০ হাজার ৮৮০ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ২৩২টির আর অপরিবর্তিত রয়েছে ১৮ কোম্পানির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে দাম বেড়েছিল ৬৭টির, কমেছে ২১৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৩ কোম্পানির শেয়ারের দাম।

এ সম্পর্কিত আরও খবর