পুঁজিবাজারে সূচক বেড়ে লেনদেন চলছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 10:04:37

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ সেপ্টেম্বর) সূচক বেড়ে চলছে লেনদেন কার্যক্রম। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৩৪ পয়েন্ট।

এছাড়া একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১০৪ কোটি ১৯ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৩৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই

সোমবার ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সকাল সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে এক পয়েন্ট। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ৩ পয়েন্ট। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা বাড়তে থাকে। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ৭ পয়েন্ট। সকাল ১০টা ৫০ মিনিটে সূচক ১২ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ৫৫ মিনিটে সূচক ১৮ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক বাড়ে ১৯ পয়েন্ট এবং বেলা সাড়ে ১১টায় সূচক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৯৬৭ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৫১ পয়েন্টে।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১০৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তীত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল টিউবস, স্টাইল ক্রাফটস, জিকিউ বলপেন, ভিএফএসটিডিএল, জেএমআই সিরিঞ্জ, লিগ্যাসি ফুটওয়্যার, গ্লোবাল ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিকস এবং বিকন ফার্মা।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৩৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১২৫ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১৩ হাজার ১৪০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৩ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- জিকিউ বলপেন, জনতা ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইন্যান্স, ভিএফএসটিডিএল, কনফিডেন্স সিমেন্ট এবং মেট্রো স্পিনিং।

এ সম্পর্কিত আরও খবর