পুঁজিবাজারের সূচক ঊর্ধ্বমুখী

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 04:17:49

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সূচক বেড়ে লেনদেন চলছে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৮ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ১৬ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭১ কোটি ৮৮ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৩১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেন শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১৭ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ২২ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ১৯ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ২৬ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ২৮ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৯৮৯ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৬৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৩ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৮০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তীত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে- মুন্নু স্টাফলারস, ন্যাশনাল টিউবস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, লিগ্যাসি ফুটওয়্যার, মুন্নু সিরামিকস, স্টাইল ক্রাফটস, ভিএফএসটিডিএল, ব্র্যাক বাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং জেএমআই সিরিঞ্জ।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৬২ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১৩ হাজার ১৪৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৮ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো-ঢাকা ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, কাশেম ড্রাইসেল, রূপালী ইন্স্যুরেন্স, আইএফআইএফ ইসলামী ফার্স্ট, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এসএ পোর্ট, লিগ্যাসি ফুটওয়্যার, রেকটি বেঞ্চকিজার এবং কনফিডেন্স সিমেন্ট।

এ সম্পর্কিত আরও খবর