পোশাক ব্যবসায়ীদের কর হার ১৫ শতাংশ

, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 12:07:09

ঢাকা: তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানি কাজে নিয়োজিত করদাতাদের কর হার ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জাতীয় সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। তিনি এ বিষয়ে বলেন, তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিতে নিয়োজিত করদাতার করহার ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি। পাবলিক লিমিটেড কোম্পানি হলে করহার ১২.৫ শতাংশ এবং সবুজ কারখানার ক্ষেত্রে ১২ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।

তিনি আরও বলেন, তৈরি পোশাক শিল্প দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে তৈরি পোশাক খাতের গুরুত্ব বিবেচনা করে এ খাতকে বিশেষ কর সুবিধা প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও খবর