দুই গাড়ি ও ৮ হাজার বর্গফুটের সম্পত্তি থাকলে সারচার্জ

, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 20:20:28

ঢাকা: নতুন অর্থবছর ২০১৮-২০১৯ এর প্রস্তাবিত বাজেট অনুযায়ী দুইটি গাড়ি ও সিটি করপোরেশন এলাকায় মোট ৮ হাজার বর্গফুটব আয়তনের সম্পত্তি থাকলে সারচার্জ দিবে হবে।

বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন। অর্থমন্ত্রী মুহিত বলেন, সিটি কর্পোরেশন এলাকায় মোট ৮ হাজার বর্গফুট আয়তনের গৃহসম্পত্তি ও নিজের নামে দুইটি গাড়ি থাকলে ১০ শতাংশ সারচার্জ দেওয়ার প্রস্তাব করছি।

এছাড়া নীট পরিসম্পদের প্রদর্শিত মূল্যের ভিত্তিতে আরোপিত সারচার্জের বিদ্যমান হার বহাল রাখার প্রস্তাব করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর